cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

রবিবার, ১ আগস্ট, ২০১০

Wel Come To Cyber Net

WeL Come To Cyber Net

যে সকল কারনে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে

আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেইসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সাথে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেইসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশংকার বিষয় হলো ফেইসবুক যেকোন সময় বিনা নোটিশে আপনার এই সখের একাউন্টটি বন্ধ করে দিতে পারে।

2010-06-30_015250
আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যে সকল কারনে একটি ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে। এই পোস্টে ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার অন্যতম কিছু কারন নিয়ে লিখছি।

পর্নগ্রাফীঃ

এটি ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারন। আপনার ফেইসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এই ধরনের কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেইসবুক আপনার একাউন্ট ব্যান করবে কোন এবিউজ রিপোর্ট অথবা নোটিশ ছাড়া।

ভাষার অপব্যবহারঃ

স্টাটাস আপডেট অথবা ম্যাসেজ আদান-প্রদান এর সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

ভূয়া প্রোফাইলঃ

আপনি যদি আপনার নিজের নামের বদলে কোন সেলিব্রেটি অথবা অন্য কারও নাম ব্যবহার করেন, তাহলে আপনার একাউন্ট বন্ধ করা হবে খুব তাড়াতাড়ি।

হুমকি দেয়াঃ

কাউকে হুমকি দেয়ার জন্য কখনোই আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করবেন না। এমনকি মজা করার জন্য হলেও না। ফেইসবুক এই বিষয়টি খুব গুরুত্বের সাথে নেয় এবং খুব দ্রুত একাউন্ট সাসপেন্ড করে দেয়।

স্প্যামিং করাঃ

শুধু ফেইসবুক না, পুরা ইন্টারনেট জগত এটিকে ঘৃনা করে। আপনার পন্য বা ওয়েব সাইট প্রোমোট করার জন্য ফেইসবুক একাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিস্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর পর্যায়ে পড়ে না।

অতিরিক্ত বন্ধু রিকোয়েস্টঃ

প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেইসবুক একাউন্ট বন্ধ হবার এটি আরেকটি অন্যতম কারন।

অনেক গ্রুপে জয়েন করাঃ

খুব বেশি গ্রুপে জয়েন না করাই ভালো। ফেইসবুক এটি ভাল চোখে দেখে না। আর গ্রুপগুলো থেকে ম্যাসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যাবে প্রতিদিন।

অতিরিক্ত ম্যাসেজঃ

আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেইসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে।
মূলত ফেইসবুক ব্যবহারের সময় এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার কোন আশাংকা থাকবে না। আর ফেইসবুক ব্যবহারও হয়ে উঠবে মজার ও সাচ্ছন্দময়।

YouTube এর ভিডিও দ্রুততর করবে

আমরা প্রায় সবাই Youtube এর ভিডিও দেখে থাকি। কিন্তু অনেকেরই ভালো স্পীডের ইন্টারনেট কানেকশন না থাকার কারনে Youtube এ ভিডিও বাফার হতে অনেক বেশী সময় নেয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে কিছুটা হলে মুক্ত করার জন্য আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা Youtube এর ভিডিও বাফারিংকে অনেকটা দ্রুততর করবে। সফটওয়্যারটির নাম হল SpeedBit Video Accelerator

ই সফটওয়্যারটি Youtube এর ভিডিওকে করবে আরো দ্রুত। এছাড়াও এটি আপনাকে ভিডিও সার্চিং সুবিধাও প্রদান করবে। সফটওয়্যারটি থেকে পছন্দের ভিডিও এর লিংক শেয়ার করা যাবে টুইটারে। এটি জনপ্রিয় সকল ব্রাউজার সাপোর্ট করে। এছাড়াও হাই ডেফিনেশন ভিডিও এক্সেলেরেশন সুবিধাও এতে রয়েছে।
তাহলে আর দেরি কেন? এখনই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন আর উপভোগ করুন দ্রততর ভিডিও। এরকম আরও কিছু পোস্টঃ

ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য ১৫টি ওয়েব সাইট

আজকাল ওয়েব ডিজাইনারদের পশাপাশি সাধারন ব্যাবহারকারীরা তাদের প্রয়োজনে বিভিন্ন ষ্টাইলের ফন্ট ডাউনলোড করে থাকেন। এখানে এমন ১৫টি ওয়েব সাইটের ঠিকানা দিলাম যেগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো রয়েছে হাজার হাজার ফ্রী ফন্ট। এই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার পছন্দের ফন্ট।

১. ১০০১ ফ্রী ফন্টস্‌

২. ডা ফন্ট

৩. বিউটিফুল ফন্টস্‌

৪. আরবান ফন্টস্‌

৫. এবস্‌ট্রাক্ট ফন্টস্‌

৬. সার্চ ফ্রি ফন্টস্‌

৭. দ্যা ফন্টশ্যাক

৮. ফন্ট ষ্টক

৯. হাই ফন্টস্‌

১০. ফন্ট কিউবস্‌

১১. নিটফন্টস্

১২. ফন্টিকা

১৩. ক্লিয়ার চাইনিজ

১৪. ওয়াজু

১৫. ফ্রি এরাবিক ফন্টস্‌