cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

বুধবার, ২৩ জুন, ২০১০

আপনার মডেমের স্পীড বাড়িয়ে নিন


প্রথমে control panel -> phone and modem options এ গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করুন। এবার properties এ গিয়ে advance এ ক্লিক করুন। দেখবেন extra settings সেখানে কমান্ডে লিখুন AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন যে আপনার মডেম এর স্পীড যদি 236 kbps হয় তাহলে সেটা 460 kbps এ পরিণত হবে।

মোডেমের ম্যাক্সিমাম কানেক্টিভিটি স্পিড পরিবর্তন করার পদ্ধতি

মোডেমের ম্যাক্সিমাম কানেক্টিভিটি স্পিড পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।

১. কন্ট্রোল প‌্যানেল থেকে Network Connections ওপেন করুন। (অথবা এড্রেসবারে Network Connections লিখে এন্টার দিলে ওপেন হবে।)

২. আপনার তৈরি কানেকশনটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৩. Configure বাটনে ক্লিক করে Modem Configuration-এ ওপেন করুন।
৪. Maximum Speed-এ সর্বোচ্চ যতটুকু দেয়া যায় দিয়ে ওকে করুন।

অত:পর কানেক্ট করে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখুন আপনার কানেকশন স্পিড কেমন। উল্লেখ্য, ৯২১.৬ kbps এ কানেক্ট করা মানেই আপনি ৯২১.৬ kbps স্পিড পাবেন তা নয়। যেমন আমার ফোনে সর্বোচ্চ ৯২১.৬ kbps সেট করা যায়।

কোন মন্তব্য নেই: