cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

বুধবার, ২৩ জুন, ২০১০

Folder Lock একটি সহজ ও কার্যকরী ফাইল/ফোল্ডার লকার


আপনি আপনার একটি ফাইল বা ফোল্ডার নিরাপদে রাখতে চাচ্ছেন? তাহলে নিচের লিংকে গিয়ে Folder Lock নামক Software টি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে Instrall করে নিন। এবার Desktop থেকে ওপেন করুন। এবার Create New Locker এ ক্লিক করুন। এবার Set A New Password এ আপনার Password টাইপ করুন ok করুন। এখন যে ফাইল বা ফোল্ডারটি লুকাতে চান তা সিলেক্ট করে Add করুন বা মাউস দিয়ে ধরে লকারের খালি যায়গায় এনে ছেড়ে দিন। এখন Encrypt Now বাটনে ক্লিক করুন এবার Close to Protect। ব্যাস হয়ে গেলে আপনার Folder /File টি লক। Folder আপনি আবার খুলতে চাইলে এটি ক্লোজ করে আবার ওপেন করুন এবং Open Exiting Locker ক্লিক করুন Password টি দিন। তবে সিরিয়াল কি ছাড়া আপনি এটি ২৫ বারের বেশি ব্যবহার করতে পারবেন না। যদি লাগে বলবেন আমার কাছে আছে।
http://www.newsoftwares.net/folderlock/

কোন মন্তব্য নেই: