cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০১০

পছন্দের MP3 গানটি খুঁজে পাচ্ছেন না?

আমার এক ইন্ডিয়ান বন্ধু 'টুনির মা' শিরোনামের একটা বাংলাদেশী গানের MP3 আমার কাছে আছে কিনা জানতে চাইল। এই গানটি নাকি ইন্ডিয়ান বাঙ্গালিদের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। নেটে অনেক খোঁজাখুঁজি করে ও তেমন সুবিধা করতে পারলাম না। তবে Youtube এ গানটির ভিডিও পেয়ে গেলাম। তখনই হটাৎ বিষয়টা মাথায় এল, এই ভিডিও থেকে MP3 কিভাবে নেওয়া যায়। যথারীতি Google এ খোঁজাখুঁজি এবং শেষমেস একটা সাইট ও পেয়ে গেলাম। যে সাইটে আপনি Youtube এর ভিডিও লিংক পেস্ট করে MP3 ডাউনলোড করতে পারবেন। ব্যপারটা একবার ভেবে দেখুন, অনেক সময় আমরা MP3 গান ইন্টারনেটে খোঁজাখুঁজি করে ও পাই না। তখন একবার Youtube ঢুঁ মারুন এবং সেখানে গানটির ভিডিও আছে কিনা দেখুন। যদি ভিডিও পান তাহলে সহজেই আপনি MP3 পেয়ে যাবেন। সাইটটির নাম হল Video2mp3। প্রথমে Youtube থেকে একটা গানের লিংক কপি করুন। আপনাদের জন্য 'টুনির মা' র লিংক নিচে দিলাম :)।
http://www.youtube.com/watch?v=zK3Aq4MUQdg
এবার http://www.video2mp3.net/ এ প্রবেশ করুন। Video URL: এর পাশের বক্সে লিংকটি পেস্ট করুন। নিচে High Quality সিলেক্ট করুন। এবার Convert বাটনে ক্লিক করুন। কনভার্ট হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। কনভার্ট শেষে গানটি সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে। না হলে ও অসুবিধা নেই একটা লিংক পাবেন যা ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।

কোন মন্তব্য নেই: