cyber net

cyber net
comilla,bangladesh

আমার সম্পর্কে

শুক্রবার, ২৫ জুন, ২০১০

কি-বোর্ড Shortcut দিয়ে চালু করুন যে কোন প্রোগ্রাম

সাধারনত আমরা প্রায় সবাই Desktop এর মধ্যে বেশী ব্যবহৃত Software এর Shortcut তৈরী করে রাখি এবং তা ব্যবহার করি দ্রুত কোন Software খোলার জন্য। যদি এর পরিমান বেশী হয় তা হলে দেখতে একটু খারাপ লাগে। কিন্তু এখন তা না করলেও চলবে, কারন আপনি এখন কি-বোর্ড Shortcut দিয়ে যে কোন Software ওপেন করতে পারবেন। যা করতে হবে তা হল, প্রথমে Start ক্লিক, তারপর All Programs / Programs ক্লিক, তারপ যে Software এর কি-বোর্ড Shortcut তৈরী করতে চান তার উপর Mouse এর Right Button ক্লিক করুন, তারপর Properties ক্লিক, তারপর Shortcut key এর ডান দিকের ঘরে ক্লিক করুন, তারপর কি-বোর্ড থেকে Ctrl ও Alt অথবা Ctrl ও Shift অথবা Alt ও Shift চেপে ধরে অন্য যে কোন একটি key চাপুন (মানে যে key আপনি চান)। মনে করি আপনি চান Ctrl ও Alt 1 যা দেখতে এ রকম (Ctrl + Alt +1)। তারপর Apply তারপর Ok, এখন আপনি কি-বোর্ড থেকে Ctrl + Alt +1 চাপলেই আপনার প্রয়োজনীয় Software টি চালু হয়ে যাবে।

কোন মন্তব্য নেই: